সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ চলেছে

বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার, সামনে এসেছে আপডেট। তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত আগামী ১ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন ফসলের মরশুমে পর্যাপ্তের অতিরিক্ত চিনি মজুত রাখবে। যার ফলে রফতানির অনুমতি মিলতে পারে।

উল্লেখ্য, ভারত থেকে চিনি রফতানি বিশ্বব্যাপী চিনির দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে, এটি ভারত সরকারকে দেশীয় চিনির দাম বজায় রাখতে এবং আখ চাষীদের তাঁদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে সহায়তা করবে।

খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব অশ্বিনী শ্রীবাস্তব এক বিশ্বব্যাপী সম্মেলনে জানিয়েছেন যে, নতুন মরশুমে চিনি রফতানির সম্ভাবনা থাকবে। উৎপাদন কমে যাওয়া সত্ত্বেও ভারত চলতি বিপণন বর্ষে (যা সেপ্টেম্বরে শেষ হবে) ১০ লক্ষ মেট্রিক টন চিনি রফতানির অনুমতি দিয়েছে।