কৃষি ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য পেপসিকো ইন্ডিয়া ঘোষণা করেছে ‘ভয়েসেস অব হারভেস্ট অ্যাওয়ার্ডস ২০২৫’। এবছর পশ্চিমবঙ্গের এক কৃতী ব্যক্তিত্ব ও এক সংস্থাকে সম্মানিত করা হয়েছে। ‘ইয়ং এগ্রি ইনোভেটর অ্যাওয়ার্ড’ পেয়েছেন আলিপুরদুয়ারের বিশ্বজিৎ সরকার। ঝাড়গ্রামের নয়াগ্রামের আমন মহিলা চাষি প্রোডিউসার কোম্পানি লিমিটেড ‘কমিউনিটি ইমপ্যাক্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান তাঁদের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। তিনি বলেন, কৃষকরা শুধু ‘অন্নদাতা’ নন, তাঁরা ‘জীবনদাতা’ এবং দেশের শক্তি। আলিপুরদুয়ারের প্রগতিশীল কৃষক বিশ্বজিৎ সরকার ১৩ বছরের অভিজ্ঞতায় আলু, ধান ও ভুট্টা চাষে আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রিয়েল-টাইম ক্লাইমেট অ্যাপ ও রোগ নির্ণয়ের টুল ব্যবহার করে তথ্য-নির্ভর হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, এতে ভালো ফলও পাচ্ছেন। পেপসিকো ইন্ডিয়ার নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে তিনি ফসলের স্বাস্থ্য উন্নত করেছেন এবং ফলন বাড়িয়েছেন। তাঁর এই প্রযুক্তি-নির্ভর চাষবাস দেখে ইতিমধ্যেই প্রায় ২০ জন কৃষক এই পদ্ধতি গ্রহণ করেছেন।
আমন মহিলা চাষি প্রোডিউসার কোম্পানি লিমিটেড হল একটি সম্পূর্ণ নারী-পরিচালিত সংস্থা, যা ৩,০০০-এরও বেশি মহিলা শেয়ারহোল্ডার নিয়ে গঠিত। এই সংস্থাটি দেশীয় চাল, হলুদ, চীনাবাদাম এবং শালপাতার থালা তৈরি ও বাজারজাত করে একটি শক্তিশালী স্থানীয় অর্থনীতি তৈরি করেছে। ‘ইট বেটার, ফিড বেটার’ নীতি অনুসরণ করে তারা স্বাস্থ্যকর, রাসায়নিকমুক্ত চাষে জোর দিয়েছে। তাদের ‘ইকোমাস্ট’ ব্র্যান্ডের অধীনে ৮৭টি পণ্য রয়েছে এবং তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় কলকাতায় একটি ডেডিকেটেড রিটেল আউটলেট পরিচালনা করে থাকে। ৩,২৫৪ হেক্টরেরও বেশি জমিতে স্থিতিশীল চাষাবাদ এবং শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে এই সংস্থা পূর্বাঞ্চলে নারী-নেতৃত্বাধীন কৃষি উদ্যোগের প্রতীক হয়ে উঠেছে।
পেপসিকো ইন্ডিয়ার তরফে পশ্চিমবঙ্গ থেকে দুই অগ্রণীকে স্বীকৃতি
