বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। বিজেপির পক্ষ থেকে ফুলবাড়ি ব্যাটেলিয়ন মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে নেতৃত্ব দেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।
তিনি অভিযোগ করে বলেন, “শুভেন্দু অধিকারীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এর সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।” পাশাপাশি তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহেরও গ্রেফতারের দাবি তোলেন। বিক্ষোভের জেরে ফুলবাড়ি এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে ফুলবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
