কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা।
অভিযোগ, শুক্রবার আক্রান্ত বিজেপি নেতা-কর্মীদের দেখতে গিয়েছিলেন ফালাকাটার বিধায়ক দীপা বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা সহ বিজেপির একটি প্রতিনিধি দল। সেখানে তাঁদের উপর হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং ইট ছোড়া হয়। বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ করা হয়েছে যে, লাটাখোলা গ্রামে একজন বিজেপি নেতার অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করা হয় এবং তার পেটে লাথি মারা হয়। এই নির্যাতিতার বাড়ি যাওয়ার পথেই বিজেপি প্রতিনিধি দলের উপর হামলা হয়।
বিধায়ক মালতী রাভা বলেন, হামলার সময় সেখানে প্রায় হাজারখানেক তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তিনি জানান, পুলিশের সামনেই তাদের মারধর করা হয় এবং দুটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।
অন্যদিকে, নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় বর্মন বিজেপির বিরুদ্ধে এলাকায় অশান্তি সৃষ্টির অভিযোগ করেছেন এবং দাবি করেছেন যে তৃণমূল কোনো হামলায় জড়িত নয়।
