শিলিগুড়ি সংলগ্ন ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে বিক্ষোভ, বাংলাদেশের ট্রাকের উপর উঠে প্রতিবাদ কর্মীদের। হুঁশিয়ারি—হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার অভিযোগে বুধবার ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টের কাছে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা।
এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী। বিক্ষোভ চলাকালীন কয়েকজন বিজেপি কর্মী বাংলাদেশ থেকে আগত একটি ট্রাকের উপর উঠে প্রতিবাদ জানান, ঘিরে ধরে স্লোগান দেন।
বিজেপি কর্মীদের হুঁশিয়ারি, প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আগামী দিনে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভস্থলে কর্মীরা কয়েক ঘণ্টা ধরে অবস্থান করেন। বাংলাদেশে হিন্দুদের উপর ‘টার্গেট করে’ হামলা এবং এক হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানান তাঁরা।
