স্বামীজীর জন্মদিনে বিজেপি যুব মোর্চার ‘বিবেক যাত্রা’

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সোমবার রাজগঞ্জে বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘বিবেক যাত্রা’ ও যোগদান কর্মসূচি।

স্বামীজির ১৬৪তম জন্মদিনকে কেন্দ্র করে রাজগঞ্জ বিধানসভা যুব মোর্চার আয়োজনে এই পদযাত্রা রাজগঞ্জ কলেজ মোড় থেকে শুরু হয়ে কালিনগর মোড়ে এসে শেষ হয়।

এদিনের এই বিবেক যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, ব্লক কনভেনর নিতাই মণ্ডল, রাজগঞ্জ যুব মোর্চার কনভেনর সিদ্ধার্থ পণ্ডিত, মহিলা মোর্চার নেত্রী প্রীতি বর্মন সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা।

পদযাত্রা শেষে কালিনগর মোড়ে অনুষ্ঠিত হয় এক পথসভা। সভার মঞ্চ থেকেই আয়োজন করা হয় যোগদান কর্মসূচির। এদিন তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মোট ২০টি পরিবার বিজেপিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব জানান, স্বামী বিবেকানন্দের আদর্শ, চিন্তাধারা ও যুবশক্তির জাগরণকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যুবসমাজকে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত করে সংগঠিত করাই এই বিবেক যাত্রা ও যোগদান কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান।