মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যান্ড কো চা বাগানের ১০১ নম্বর পাটে বুধবার ভোরে আত্মঘাতী ঘটনা। অভিযোগ এসআইআর সংক্রান্ত কাজের অতি-চাপ ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে আত্মঘাতী হলেন বুথ লেভেল অফিসার (বিএলও) সহ আইসিডিএস কর্মী শান্তিমনি এক্কা (৪৮)। বাড়ির পিছনে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ, এসআইআর কাজের অসহনীয় চাপ সহ্য করতে পারছিলেন না শান্তিমনি। প্রতিদিন অফিসের কাজ শেষে বাড়ি ফিরে কান্নাকাটি করতেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেই জানান পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, কাজের চাপ, জটিল দায়িত্ব ও প্রশাসনিক চাপ মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে তুলছিল। ভোররাতে সেই চাপ আর সহ্য করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন।
ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় মানুষজন ও সহকর্মীদের মধ্যে নেমেছে শোকের ছায়া। এসআইআর সংক্রান্ত অতিরিক্ত চাপ ও অমানবিক কাজের বোঝা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই।
ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া জানান, এসআইআর শুরু হওয়ার পর থেকেই ২৮ জন মানুষ প্রাণ হারিয়েছে— কেউ ভয় ও অনিশ্চয়তায়, কেউ অতিরিক্ত চাপ ও মানসিক জটিলতায়। নির্বাচনের আগে মাত্র দু’মাসে এই বিশাল প্রক্রিয়া শেষ করার চাপ অমানবিক। এতে রাজনৈতিক স্বার্থই বেশি, মানুষের জীবন নয়।
মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ”পরিকল্পনাহীন ও নির্দয় কাজের চাপ BLO-দের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি—মানবিক দৃষ্টিকোণ নিয়ে তৎক্ষণাৎ এই অযৌক্তিক প্রক্রিয়া বন্ধ করুন, আরও প্রাণহানি হওয়ার আগে।”
