28
Oct
কলকাতা: বুধবার দ্বাদশীতে সাতসকালে ভয়াবহ আগুন লাগল সল্টলেকের এফডি ব্লকের পুজো প্যান্ডেলে। সকাল সাড়ে ৬ টার একটু আগে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আজ প্রতিমা বিসর্জনের কথা ছিল। তার আগেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল গোটা মণ্ডপ। বিসর্জনের সব পরিকল্পনা নষ্ট হয়ে যায়। তবে প্রতিমা কী অবস্থায় আছে, তা জানা যায়নি। বিসর্জনের দিন এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে যায় দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মণ্ডপের সিসিটিভি…
