01
Oct
বলিউড মাদক কেলেঙ্কারি তদন্তে খুব শীঘ্রই তদন্তের তালিকায় বলিউডের প্রথম সারির তিন পুরুষ অভিনেতার নাম উঠতে চলেছে। সেই তিন অভিনেতার নামের আদ্যাক্ষর এ, এস, আর। এই তিন পুরুষ তারকাই দীপিকার প্রাক্তন সহ-অভিনেতা। সম্ভবত আগামী সপ্তাহে তলব করা হবে এই তিন অভিনেতার। এঁরা প্রত্যেকেই বলিউডের প্রথম সারির। এই তিনজনই দীপিকার সঙ্গে মাদক দেওয়া নেওয়া বিষয়ে নাকি যুক্ত ছিলেন। সম্প্রতি এমনটাই খবর পেয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
