25
Sep
এক বেসরকারি সংস্থার অফিসের গেটের তালা ভেঙে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে মালদার নারায়নপুর এলাকায় ।সকালে অফিস খুলতেই বিষয়টি নজরে আসে ওই সংস্থার কর্মীদের । খবর পেয়ে তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ । টাকা রাখার ভোল্টি গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের । এমনকি জানালার গ্রিল কেটে দুষ্কৃতীরা অফিসের ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ । ওই সংস্থার টিম লিডার দেবব্রত ঘোষ জানিয়েছেন, এই ধরনের ঘটনা বিগত দিনের এলাকায় ঘটে নি। এদিন সকালে অফিসে এসে দেখতে পায় দরজার একটি অংশ ভাঙ্গা রয়েছে। অফিসের ভেতরে টাকা রাখার ভোল্টটি ভাঙ্গা…
