18
Jun
হায়দরাবাদ: সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। নিজের সেই অধরা স্বপ্নই ছেলের মাধ্যমে পূরণ করতে চেয়েছিলেন। সাধপূরণ করেছিল ছেলে। সেনার অফিসারও হয়েছিলেন। বুধবার সেই ছেলেরই কফিন বন্দি দেহের অপেক্ষা করতে করতে এ কথাগুলি মনে পড়ছিল প্রাক্তন ব্যাঙ্ককর্মী বি উপেন্দরের। মঙ্গলবার লাদাখে চীনা ফৌজের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান ও আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন উপেন্দরের ছেলে কর্নেল বিকামুল্লা সন্তোষ বাবুও।ছেলে হারানোর দুঃখ তো রয়েছে, তবে ভেঙে পড়তে রাজি নন শহিদের মা-বাবা। তেলেঙ্গানার সূর্যপেট শহরে থাকেন তাঁরা। তবে দুই সন্তানকে নিয়ে পুত্রবধূ দিল্লিতে থাকেন। সন্তোষের মা মঞ্জুলাদেবীর কথায়, আমি খুব খুশি যে, ও দেশের জন্য…
