জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের একান্ত উদ্যোগে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় ধুপগুড়ি স্টেশন মোরে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফজেনেসিস এর সহযোগিতায় এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়।
রক্তদান শিবির রক্তদাতা দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ধুপগুরির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ মহকুমা পুলিশ আধিকারিক এবং এলাকার বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে ডি এস পি ট্রাফিক ধূপগুড়ী জানান, জেলা পুলিশ সুপারের উদ্যোগে উৎসর্গ কর্মসূচির আওতায় আজকের এই রক্তদান কর্মসূচী।
অপরদিকে বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন রক্তদানের মতো সামাজিক কর্মসূচি পালন করে আসছে পুলিশ দফতর ,এতে ওনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করতে না চেয়েও বলছি, এ এক মহান সামাজিক কাজ।
