করোনা আক্রান্ত শিল্পা শিরোদকর। ২০২০ সালের অতিমারি আজও মানুষের স্মৃতিতে অমলিন। আবারও কি প্রত্যাবর্তন হতে চলেছে সেই ভয়াবহ আবহের?
শিল্পা শিরোদকর যা জানালেন, তাতে আবার প্রমাদ গুনতে শুরু করেছে মানুষ। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি।
সোমবার শিল্পা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।”
যদিও তাঁর উপসর্গের কথা কিছু জানাননি শিল্পা। অভিনেত্রীর এই পোস্টে চিন্তিত অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন।” আর একজনের প্রতিক্রিয়া, “কী বলছেন! দয়া করে সাবধানে থাকুন। নিজের খেয়াল রাখুন। আমার শুভকামনা রইল।” অনেকেই আবার অতিমারির কথা মনে করে আতঙ্ক প্রকাশ করেছেন।