বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী

শিলিগুড়ির পানিট্যাঙ্কি আন্তর্জাতিক ভারত নেপাল সীমান্তে বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। ভারত-নেপাল সীমান্তে নিয়মিত নজরদারির সময় সন্দেহজনক গতিবিধির জেরে দুই যুবককে আটক করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। জানা যায় তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণীর দেহাংশ।

ধৃত দুই যুবকের নাম দিক বাহাদুর দার্নেল ও কর্ণ বাহাদুর বিশ্বকর্মা। তারা দু’জনেই নেপালের কোষি অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। এসএসবির জওয়ানরা প্রাথমিকভাবে তাদের আটক করে তল্লাশি চালালে বস্তাবন্দি অবস্থায় মেলে চারটি হরিণের শিং, একটি বিরল প্রজাতির গোরালের শিং, তিনটি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত সহ চারটি হর্নবিল পাখির ঠোঁট।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন খড়িবাড়ি রেঞ্জের বনকর্মী ও বনদপ্তরের আধিকারিকরা। পরে বনদপ্তর ওই দুই যুবককে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশগুলি পাচারের উদ্দেশ্য ও এর পিছনে কোনো বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বললে জানা গেছে।বনদপ্তর সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে বন্যপ্রাণী পাচারের ঘটনা রুখতে নজরদারি আরও জোরদার করা হবে।