মুষলধারে বৃষ্টি চলাকালীন বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃ*ত্যু ভাই বোনের

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শহর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার অন্তর্গত শাহু ডাঙ্গির পাঘালু পাড়ায়। মুষলধারে এই বৃষ্টি চলাকালীন বাড়ির দেওয়াল ভেঙে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ভাই বোনের।

বৃষ্টি চলাকালীন রাত দশটা নাগাদ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভোরের আলো থানার পাঘালুপাড়া এলাকায় একটি বাড়ির দেয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যুর খবর মিলেছে। ভোরের আলো থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই শিশুর নাম মধুমিতা মোহন্ত এবং দেবায়ন মোহন্ত। মধুমিতা মোহন্তর বয়স ৩ বছর, দেবায়ন মোহন্তর বয়স দেড় বছর।

প্রচন্ড বৃষ্টি চলাকালীন বাড়ির দেওয়াল ভেঙে দুই শিশুর মৃত্যু হয়েছে বলেই ভোরের আলো থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।