আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিন মাদক পাচারকারী

মালদার কালিয়াচক থানা এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ ঘটনায় তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ধৃতদের নাম সামেদ সেখ (২০), সামিমা আক্তার (৩০) ও মহম্মদ রফিকুল ইসলাম। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এর মধ্যে সামেদ সেখ ও সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় ১২নং জাতীয় সড়ক থেকে আটক করে। তল্লাশিতে তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার।

অন্যদিকে, গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সুজাপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় ৫২০ গ্রাম ব্রাউন সুগার। সব মিলিয়ে দুই অভিযানে উদ্ধার হওয়া মাদকের মোট ওজন প্রায় ২ কেজি ৫৯ গ্রাম।

পুলিশ সূত্রে খবর, এত বিপুল পরিমাণ মাদক তারা কোথা থেকে পেল ও কোথায় পাচারের পরিকল্পনা করেছিল। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।