বিএসএ গোল্ড স্টার তাদের প্রথম বার্ষিকী উদযাপন করছে ভারতে, ঘোষণা করল লিমিটেড-এডিশন গোল্ডি কিট

বিএসএ গোল্ড স্টার গত বছর ভারতে ফিরেছে, সঙ্গে নিয়ে এসেছে খাঁটি ব্রিটিশ মোটর সাইকেল চালানোর অতুলনীয় আকর্ষণ। এবার তারা রিফাইনমেন্টের ক্ষেত্রে নতুন বেঞ্চমার্ক তৈরি করতে চলেছে, যার মাধ্যমে বড় সিঙ্গল-সিলিন্ডারগুলোর পরিমাপ করা হয়। এক বছর হতে চলল, এখন ক্লাসিক সিঙ্গলকে নিয়ে উদযাপন করা হচ্ছে বিচক্ষণ উদ্যমীদের জন্য আয়োজিত বিএসএ-র প্রথম এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে। উত্সবের মরসুমের কথা ভেবে একেবারে সঠিক সময়ে এটা করা হচ্ছে। ৬৫০সিসি গোল্ড স্টার তার খাঁটি ডিজাইন ও কারিগরির জন্য সবার চেয়ে আলাদা হয়ে উঠেছে। তাদের বর্ষপূর্তি উপলক্ষে রাইডাররা যে-কোনও টু-হুইলার ১০,০০০ টাকার মূল্য পর্যন্ত দামে কিনতে পারেন। প্রত্যেকটি সাইকেলের সঙ্গে পাওয়া যাবে বাছাই করা অ্যাক্সেসরিজের একটি করে লিমিটেড-এডিশন সেট। হাওয়াকে কাটিয়ে যাওয়ার জন্য আছে লম্বা উইন্ডশিল্ড, আরামের জন্য পিলিয়ন ব্যাকরেস্ট, পালিশ করা একটি এগজস্ট গার্ড, এবং একটি রিয়ার রেল যা কাজেও দেবে আবার স্টাইলও হবে। 

ক্লাসিক লিজেন্ডস-এর চিফ বিজনেস অফিসার শরদ অগরওয়াল বললেন, “বিএসএ গোল্ড স্টার ভারতে লঞ্চ হওয়ার পর থেকেই তার অনুগত অনুরাগীদের পেয়ে গেছে। যা বিএসএ-র মূল ভাবকে এমন ভাবে এগিয়ে নিয়ে গেছে যা একই সঙ্গে ক্লাসিক ও কন্টেম্পোরারি। এখানে এক বছর পূর্ণ করতে পেরে আমরা খুবই গর্বিত, এবং এই উদ্যোগ আমাদের সেইসব রাইডারকে ধন্যবাদ জানানোর একটা উপায় যাঁরা আস্থা রেখেছেন এবং বিএসএ পরিবারে আমরা আরও উদ্যমীকে স্বাগতম জানাতে চাইছি।” এক্সচেঞ্জ প্রোগ্রাম চলছে ২০২৫-এর ২৩ অগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। একেকটি সাইকেলের সঙ্গে থাকছে 5,896 টাকা মূল্যের কিউরেটেড অ্যাক্সেসরি কিট, তাই মোট ১৫,৮৯৬টাকা মূল্যের লাভ হচ্ছে। বর্ষপূর্তি উপলক্ষে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বিএসএ-র চির পরিচিত লিগ্যাসির সঙ্গে সাযুজ্য রেখে যা মোটর সাইকেল চালানোর জগতের সঙ্গে ১৮৬১ সাল থেকে যুক্ত।

বিএসএ মোটর সাইকেলের প্রস্তুতকারক ক্লাসিক লেজেন্ডস-এর পক্ষ থেকে বিএসএ গোল্ড স্টার-এর সংশোধিত দাম ঘোষণা করা হয়েছে জিএসটি ২.০ সংশোধনের পর। যেসব রাইডার ২১ সেপ্টেম্বরের আগে গোল্ডি কিনবেন তাঁরা দিল্লির এক্স-শোরুম দামে ২৩,৭০২ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।