ঘরের ছেলের হাতে উঠবে রাষ্ট্রপতি পুরস্কার। তিনি বিএসএফ কর্মী অসীম দাস। বাড়ি কোচবিহারে । দীর্ঘ বছর ধরে বিএসএফে সুনামের সঙ্গে কাজ করায় এই পুরস্কার পাচ্ছেন কোচবিহার শহরের আশ্রম রোডের এই বাসিন্দা। ৩০ ডিসেম্বর কলকাতার নিউটাউনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। নিউ কোচবিহারের রূপনগর ক্যাম্পে তাঁর পোস্টিং রয়েছে। ২০২৭ সালের ৩১ জানুয়ারি চাকরিজীবন থেকে অবসর নেবেন তিনি। এর আগে ৪০টি পুরস্কার পেয়েছেন। তবে এই পুরস্কার তাঁর কাছে নয়া পালক। পুরস্কারের জন্য চিঠি আসায় আপ্লুত তিনি।
অসীম জানালেন, ১৯৮৭ সালের ১ এপ্রিল তিনি বিএসএফ-এ যোগ দেন। মালদা, কলকাতা, দু’বার কাশ্মীর, জম্মু, রানিনগর, গুজরাটের ভুজ, শিলিগুড়ি, পঞ্জাব, অসমের পানবাড়ি সহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিকবার ঘুরে জুন মাসে পঞ্জাব থেকে নিউ কোচবিহারের রূপনগর ক্যাম্পে বদলি হয়ে আসেন। অসীম বলেন, ‘চাকরিরত অবস্থায় প্রায় ৪০টি পুরস্কার পেয়েছি। এর মধ্যে ডিজি কমেন্ডেশন রোল, অতি উৎকৃষ্ট সেবা মেডেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও মেডেল রয়েছে। এই অবস্থায় ২০২৪ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিসের জন্য আমাকে সিলেক্ট করা হয়। এই বিষয়ে আমার কাছে রাষ্ট্রপতি পুরস্কারের চিঠি এসেছে। ৩০ ডিসেম্বর কলকাতায় আমার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। আমি বিএসএফ ইস্টার্ন জোন থেকে এই পুরস্কার পাচ্ছি। শুনেছি কলকাতায় সেখানে রাজ্যপাল, ডিজি সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত থাকবেন।’
২৫ বছর চাকরির পরেও খাতায় যাঁদের কোনও দাগ থাকে না, মূলত তাঁদের থেকেই কাউকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। ২০২৭ সালের ৩১ জানুয়ারি তিনি অবসর নেবেন।
