উত্তরবঙ্গ সীমান্তে আবারও বড়সড় মাদক চক্রের ছক ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। রাতে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার গোসাইপুর, চত্রাগাছ, বড়বিল্লা ও টিনাপাড়া গ্রাম থেকে বিএসএফ-এর জওয়ানরা উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য।
উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৬১৪ বোতল সিরাপ ও ৯৯০টি ইনজেকশন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫৯,৩৮৯ টাকা।
বিএসএফের অনুমান, বাংলাদেশী পাচারকারীরা ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে এই মাদক পাচারের চেষ্টা করছিল। তবে সতর্ক বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মাদক চোরাচালান রুখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ ও ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা চলবে।
