থমকে রয়েছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতে বুলেট ট্রেনে ভ্রমণের স্বপ্ন পূরণ করতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। এই সঙ্কটের পেছনে কারণ চিন।

বহু প্রতীক্ষিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৩ টি বিশাল টানেল বোরিং মেশিন চিনের একটি বন্দরে আটকে আছে। ফলে দেশের বহু প্রতীক্ষিত এই রেল প্রকল্পটি বিলম্বিত হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। মাটির নিচে টানেল তৈরিতে ব্যবহৃত এই TBM মেশিনগুলি জার্মান কোম্পানি হেরেনকনেখট থেকে অর্ডার করা হয়েছিল। কিন্তু, এগুলি চিনের গুয়াংজুতে কোম্পানির কারখানায় তৈরি করা হয়।

এই মেশিনগুলির প্রথম অংশ ২০২৪ সালের অক্টোবরের মধ্যে ভারতে পৌঁছনোর কথা থাকলেও থাকলেও চিনা কর্তৃপক্ষ এখনও সেগুলিকে অনুমোদন দেয়নি। ওই TBM মেশিনগুলিকে কেন আটকে রাখা হয়েছে তার কোনও অফিসিয়াল কারণও জানানো হয়নি। সম্ভবত, এই কারণেই এই বিষয়টি এখন কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।