টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে বুমরাহ

বুধবার টেস্ট বোলারদের ক্রমতালিকা প্রকাশ করলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর প্রাপ্ত রেটিং ৮৭৯। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন মিচেল স্টার্ক এবং নোমান আলি। দু’জনেরই রেটিং ৮৪৩।

চার নম্বর রেটিং-এ রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর প্রাপ্ত  রেটিং ৮৪১। ৮৩৬ পেয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ থাকা একমাত্র ভারতীয় বোলার বুমরাহ। ৭০৭ রেটিং নিয়ে ১২ নম্বরে রয়েছেন তিনি। ৬৯৮ রেটিং নিয়ে রবীন্দ্র জাডেজা রয়েছেন ১৩ নম্বরে। আর ৬৯৪ রেটিং নিয়ে ১৫ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব, এক ধাপ পিছিয়ে।