নির্মীয়মান ফ্লাইওভারে উঠে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীবোঝাই বাস

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ। বাসটি গুয়াহাটি – শিলিগুড়ি রুটের বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান রোডে আচমকাই নিয়ন্ত্রণ হারায় যাত্রীবোঝাই বাসটি। প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা মারার পর সেটি উঠে যায় নির্মীয়মান ফ্লাইওভারের ওপর।

চালক দ্রুত ব্রেক কষায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বাসের সামনের অংশ ফ্লাইওভারের নির্মাণাধীন একটি কালভার্টের মধ্যে ঢুকে যায় দুর্ঘটনার পর দেখা যায়, বাসের সামনের দুটি চাকা কালভার্টের ভিতরে ঢুকে বসে রয়েছে। সেই সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলো। আচমকা বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভিতরে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খালপাড়া আউটপোস্টের পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হয়েছে। তবে বাসের কোনও যাত্রী গুরুতরভাবে আহত হননি বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে ঘিরে কিছু সময় বর্ধমান রোডে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারের কারে।