মাছ ধরাকে কেন্দ্র করে বচসা, ধারালো অস্ত্রের কোপে জখম ব্যবসায়ী, গ্রেপ্তার এক

রাজগঞ্জ ব্লকের গোকুলভিটা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসার জেরে উত্তেজনা চরমে পৌঁছায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্থানীয় এক ব্যবসায়ী। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে ভোরের আলো থানার পুলিশ।

জানা গিয়েছে, আহত ব্যক্তি ধনঞ্জয় সরকার, পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে নিজের বাড়ির পাশের একটি কালভার্টে মাছ ধরাকে কেন্দ্র করে তাঁর সঙ্গে প্রতিবেশী অশোক লোহার-এর বচসা বাঁধে। স্থানীয়রা মধ্যস্থতা করে বিষয়টি মিটিয়ে দিলেও, পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়।

অভিযোগ, ধনঞ্জয়বাবু বাড়ি ফিরে স্নান করতে গেলে আচমকা অশোক লোহার ও তাঁর ছেলে ধারালো অস্ত্র হাতে তাঁকে আক্রমণ করে। মাথায় কোপ লাগার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরেই ধনঞ্জয়ের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে, রাতেই ভোরের আলো থানার পুলিশ অশোক লোহাকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহত ধনঞ্জয়ের পরিবারের দাবি, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তাঁরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের ছেলে পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।