রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ট্রেনে করে যাওয়ার সময় টিকিট সঙ্গে রাখা একান্তই জরুরী। নয়তো আপনাকে দিতে হতে পারে বড়সড়ো জরিমান। তবে বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমে অনেকেই ষ্টেশনের লম্বা লাইনে না দাঁড়িয়ে ফোনের সাহায্যে টিকিট কাটতে পছন্দ করেন। বিশেষ করে অসংরক্ষিত বা জেনারেল টিকিটের ক্ষেত্রে ইউটিএস একটি যাত্রীদের কাছে অত্যন্তই জনপ্রিয়।
রেল আধিকারিকদের দাবি, বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো টিকিট তৈরি করা হচ্ছে। যা দেখতে ও তথ্যের দিক থেকে আসল টিকিটের মতোই। সাধারণ পরীক্ষার সময় এগুলি চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। তবে এই বিষয়ে যাত্রীদের আশ্বাস আরও বাড়াতে ভারতীয় রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অসংরক্ষিত টিকিটের প্রিন্ট কপি বাধ্যতামূলক করার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
রেলমন্ত্রকে তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এমন কোন নতুন নিয়ম চালু করা হয়নি। টিকিট পরীক্ষার আগের মতই যাত্রীদের মোবাইল ফোনে দেখানো ডিজিটাল গ্রহণ করবেন। ডিজিটাল টিকিটের যুগে কাগজ বিহীন ব্যবস্থা আপাতত চলবে। যাত্রীদের অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
