তবে কি এবার জেল মুক্তি হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই SSC নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়।

আলিপুর আদালতে ‘বিশেষ সাক্ষী’র বয়ান গ্রহণ হল। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে চলা মামলায় এটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন আইনজীবীরা। সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণ শেষ হলে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আদালত সূত্রে খবর, সাক্ষী জানান, ঠিক কীভাবে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করে। তবে তাঁর বয়ান গ্রহণ সম্পূর্ণ হয়নি। ফের বয়ান নেওয়া হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ‘বিশেষ সাক্ষী’দের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলেই অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়), প্রাক্তন শিক্ষা সচিব সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিন্‌হা বন্ড পেতে পারেন।