শীতের ছোঁয়া পড়তেই আলিপুরদুয়ারে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। বক্সা টাইগার রিজার্ভে শুরু হয়েছে পর্যটকদের ঢল। জঙ্গলের রোমাঞ্চ উপভোগ করতে সকাল থেকেই রীতিমতো লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে পর্যটকদের। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত রাজাভাতখাওয়া টিকিট কাউন্টারে দেখা যায় পর্যটকদের দীর্ঘ সারি।
বেশিরভাগ পর্যটকই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এসেছেন বক্সার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। জানা গিয়েছে, পর্যটকরা জয়ন্তী পাহাড় থেকে শুরু করে জঙ্গল সাফারি সব মিলিয়ে বক্সার সম্পূর্ণ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে আগ্রহী। নির্জন পাহাড়ের কোলে জয়ন্তীতে রাত্রিযাপন করে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য ও বিশুদ্ধ পরিবেশ উপভোগ করাই পর্যটকদের মূল আকর্ষণ।
প্রতি বছর শীতের মরশুমে বক্সা টাইগার রিজার্ভ পর্যটকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য হয়ে ওঠে। ফলে এই সময়ে পর্যটকদের ভিড় বেড়ে যাওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। হোটেল, গাইড ও স্থানীয় পরিবহণের সঙ্গে যুক্ত মানুষজন আশা করছেন, চলতি মরশুমে পর্যটনের জোয়ারে তাঁদের ব্যবসায় নতুন গতি আসবে।
