অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪ লক্ষ টাকার একটি মূল্যবান ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। আজই তিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম পিতাম্বর লোহার, বিকাশ মুন্ডা এবং সুরাজ ওরাঁও — তিনজনই জলপাইগুড়ির রায়পুর চা-বাগানের বাসিন্দা।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত নড়েচড়ে বসে। অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তিনজনকে শনাক্ত করে অ্যান্টি ক্রাইম উইং। পরে এসএফ রোড এলাকায় অন্য একটি অনুষ্ঠানে কাজ করার সময় তাদের গ্রেফতার করা হয়। ডাস্টবিনের ভিতর থেকে উদ্ধার হয় নিখোঁজ ক্যামেরাটি। জানা গিয়েছে, তিনজনই ওই রিসেপশনে ওয়েটার হিসাবে কাজ করছিল।
অভিযোগকারী দীপক গুপ্তা, পেশায় অসমের বাসিন্দা একজন ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফার। শিলিগুড়ির চম্পাসারি অঞ্চলে আত্মীয়ের রিসেপশনের শ্যুট করতে এসে তাঁর মূল্যবান ক্যামেরা নিখোঁজ হয়। এরপরই তিনি প্রধানোগর থানায় অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই এই দ্রুত তদন্ত ও গ্রেফতার সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
