শুক্রবার ছাত্র শিক্ষক এবং অভিভাবক মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় চত্বরে জমায়েত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠণের সদস্যরা।
মূলত রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে চরম অবনতি এবং জাতীয় শিক্ষা নীতির মধ্যে দিয়ে শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার সরকারী চক্রান্তের বিরুদ্ধে এই ডি আই অফিস অভিযান বলেই জানা যায়।
এই প্রসঙ্গে অভিভাবক রাহিনা বেগম বলেন ,আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাজ্যের ৮ হাজারের বেশি প্রাথমিক স্কুল বন্ধ করে দিলো সরকার, অপরদিকে কেন্দ্রিয় সরকারের জাতীয় শিক্ষা নীতিকে সামনে রেখে শিক্ষা কে ব্যাবসায় পরিণত করার কাজ শুরু করেছে, আমরা এর বিরুদ্ধে , আমরা চাই সমাজের সকল স্তরের শিশুরা শিক্ষা পাক।
