ভারতে বর্তমানে প্রতি ৫ জনের মধ্যে ১ জন কোষ্ঠকাঠিন্যে ভোগেন। ডালকোফ্লেক্স (Dulcoflex®) হল হজম সংক্রান্ত সুস্থতার অন্যতম ল্যাক্সেটিভ ওষুধ। ডালকোফ্লেক্স “kNow Constipation” (কোষ্ঠকাঠিন্যকে চিনুন) নামে এক অনন্য প্রচার অভিযান শুরু করেছে। এই প্রচারের লক্ষ্য হল দেশের অন্যতম, কিন্তু কম আলোচিত স্বাস্থ্য সমস্যা ‘কোষ্ঠকাঠিন্য’ নিয়ে সকলকে সচেতন করা।
এই অভিনব ধারণাটিকে হালকা হাস্যরসের সঙ্গে পরিবেশন করা হয়েছে। তাদের উদ্দেশ্য কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনাকে স্বাভাবিক করা। বিশেষত মহিলাদের জন্য কারণ, তারা এ নিয়ে আলোচনা করতে এবং সময়মতো সঠিক চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এছাড়াও, শারীরিক গঠন, এবং হরমোনজনিত কারণে মহিলারা প্রথম থেকেই কোষ্ঠকাঠিন্যের কাবু হয় বেশি।
ভারতের এই স্বাস্থ্য উদ্বেগ নিয়ে নীরবতা ভাঙতে, ডালকোফ্লেক্স তাদের “kNOw Constipation” অভিযানের মাধ্যমে বিজ্ঞান-ভিত্তিক চিকিৎসা বিকল্পের গুরুত্ব তুলে ধরেছে। হাস্যরসের সঙ্গে একাত্মতাকে মিশিয়ে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আঁচল আগরওয়াল, সৃষ্টি দীক্ষিত এবং সৌম্য ভেনুগোপাল, এবং পরবর্তীতে গুরলীন পান্নু, জেমি লিভার, শ্রেয়া রায় এই ক্যাম্পেইনে সামিল হয়েছেন।
