বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে শীঘ্রই ফের বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA।
এবার ৪% ডিএ বাড়তে পারে। ডিএ সাধারণত AICPI সূচকের উপর নির্ভর করে গণনা করা হয়। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশে দাঁড়ায়। জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছে।
এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। আগামী বছর ২০২৪ সালের জানুয়ারি মাসে মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে। যদিও পুজোর আগে ডিএ বৃদ্ধি নিয়ে এখনও কোনো ঘোষণা করেনি কেন্দ্র। উৎসবের মরসুমে এই বছরে দ্বিতীয় বারের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকে চেয়ে রয়েছেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এবার মোদী সরকার কী আপডেট দেয় সেটাই দেখার।