বদল হলো গাড়ি পার্কিংয়ের নিয়মে

অভিযোগ উঠেছে বারংবার। কিন্তু শোনা হয়নি অভিযোগ। তাই নেওয়া হলো এই পদক্ষেপ। শহরের রাস্তায় সারাদিন গাড়ি দাঁড়িয়ে থাকে। সেই গাড়ির নীচে জমে নোংরা-আবর্জনা। ফলে পুরসভার সাফাইকর্মীরা ঠিকমতো রাস্তা পরিষ্কার করতে পারেন না। এই সমস্যাই বারবার জানাচ্ছেন শহরবাসী।

এই অভিযোগের ভিত্তিতে এবার নড়াচড়া বসল কলকাতা পুরসভা। খবর, রাস্তায় পার্কিংয়ের নিয়ম বদলানোর কথা ভাবছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ওপর কোনও কার পার্কিং না রাখার নির্দেশিকা জারি করা যেতে পারে।

এই দুই ঘণ্টায় হবে রাস্তা সাফাই। তবে এই নিয়ম চালু করার আগে কলকাতা পুরসভা আইনি দিক খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবে। শহরের আরেক সমস্যার দিকেও আঙুল তুলেছেন মেয়র। বিভিন্ন থানার সামনে, রাস্তাঘাটে পড়ে থাকে স্ক্র্যাপ গাড়ি, বাজেয়াপ্ত গাড়ি বা দাবিদারহীন পুরোনো গাড়ি। এই সব দাবিদারহীন গাড়ি দ্রুত স্ক্র্যাপ ইয়ার্ডে সরিয়ে নেওয়ার কথাও পুরসভা জানিয়েছে।