05
Jul
মালদা জেলায় এক মর্মান্তিক ঘটনায় মদ্যপ ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ এবং ছেলের মদ্যপানের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে খবর, গতরাতে (শুক্রবার) মালদার অমুক (নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি, কাল্পনিক) এলাকায় পারিবারিক বিবাদ চরমে ওঠে। অভিযুক্ত ছেলে, যিনি নিয়মিত মদ্যপান করতেন, মদ্যপ অবস্থায় বাড়িতে এসে বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হন। বিবাদের এক পর্যায়ে অভিযুক্ত ছেলে একটি মোটা লাঠি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় বাবাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে…
