28
Jan
গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)–সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন-এর (সিআইএফই) সঙ্গে সহযোগিতায় ‘আর্গোরিড’ নামে একটি নতুন ফিশ লাইস নিয়ন্ত্রক এনেছে। আর্গোরিড আর্গুলাস সংক্রমণ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে, যা ভারতের প্রায় ৪৮% মৎসচাষের জলাশয়ের ক্ষতি করে এবং বার্ষিক ৬২.৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির কারণ। আর্গোরিড পরজীবী সংযুক্তির কারণে সৃষ্ট ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং মাছের প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। গোদরেজ অ্যাগ্রোভেটের ম্যানেজিং ডিরেক্টর বলরাম সিং যাদব জানিয়েছেন, গোদরেজ অ্যাগ্রোভেট মৎসচাষী পরিবারের উন্নতি ও কৃষি খামারের দক্ষতা বৃদ্ধির জন্য গবেষণাভিত্তিক সমাধান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিল্পে অগ্রগতির জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্বও উল্লেখ করেন। আইসিএআর-সিআইএফই-এর বিজ্ঞানী ডঃ মোহাম্মদ…