13
Sep
ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্য পরিষেবা নেটওয়ার্ক মণিপাল হসপিটালস আজ বহরমপুরে এক প্রেস কনফারেন্সে জানালো হৃদরোগ চিকিৎসায় তাদের অগ্রগতি এবং মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে মণিপাল হসপিটাল ইএম বাইপাসে সফল রূপান্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ কুনাল সরকার, ডিরেক্টর – কার্ডিওভাসকুলার ও থোরাসিক সার্জারি, মণিপাল হসপিটাল মুকুন্দপুর ক্লাস্টার। তিনি বলেন, এই পরিবর্তনের ফলে অঞ্চলের রোগীরা আরও উন্নত ও রোগীকেন্দ্রিক চিকিৎসার সুবিধা পাবেন। গত বছর মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল মণিপাল হসপিটালসের সঙ্গে একীভূত হয়। এর ফলে পূর্ব ভারতে এখন এটি সবচেয়ে বড় হসপিটাল গ্রুপ। কলকাতা, রাঁচি, শিলিগুড়ি ও রাঙাপানির মেডিকা হাসপাতালগুলির রিব্র্যান্ডিং সম্পন্ন হয়েছে, যা মণিপাল হসপিটালস-এর লক্ষ্য— অপর্যাপ্ত সেবাপ্রাপ্ত অঞ্চলেও বিশ্বমানের চিকিৎসা পৌঁছে দেওয়া—কে…
