04
Feb
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে, মণিপাল হাসপাতাল গ্রুপের অংশ শিলিগুড়ির মেডিকা ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার জয়ীদের সম্মান জানাতে নিজ প্রতিষ্ঠান প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫’ -এর নতুন 'ইউনাইটেড বাই ইউনিক' প্রচার অভিযানের ক্ষেত্রে প্রথম বছর, যেখানে ক্যান্সার জয়ীরা তাদের অসামান্য লড়াইয়ের কথা ভাগ করে নিয়ে সকলকে অনুপ্রাণিত করেন। এছাড়াও, এখানে উপস্থিত ছিলেন রেডিয়েশন অনকোলজির সিনিয়র কনসালটেন্ট ডঃ স্বপ্নেন্দু বসু, কনসালটেন্ট-রেডিয়েশন অনকোলজি ডঃ সৌরভ গুহ এবং কনসালটেন্ট-সার্জিক্যাল অনকোলজি ডঃ অনির্বাণ নাগ সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে রেডিয়েশন অনকোলজির সিনিয়র কনসালটেন্ট এবং উপদেষ্টা ডঃ স্বপ্নেন্দু বসু প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্বের উপর জোর দিয়ে জানান, "মেডিকাতে, আমরা এই ভুল ধারণাকে চ্যালেঞ্জ…
