03
Jan
দেশের শীর্ষস্থানীয় মিউচুয়াল ফান্ড হাউসগুলোর অন্যতম, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড দেশের বিভিন্ন অঞ্চলে ২৫টি নতুন শাখা উদ্বোধন করেছে। এর ফলে ভারতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আরও সহজলভ্য হয়ে উঠবে। নতুন উদ্বোধিত ব্যবসায়িক কেন্দ্রগুলি মূলত ভারতপুর, ভুসাভাল, বরাচ্ছা, বোপাল, ওয়াকাদ, চিত্তরগড়, জলনা, আজমগঢ়, পুর্ণিয়া, সীতাপুর, বস্তি, আড়া, বদলাপুর, কাশিপুর, ফিরোজপুর, বারাসাত, বহরমপুর (মুর্শিদাবাদ), বোলপুর, কোল্লাম, খাম্মাম, হোসুর, হাসান, নাগেরকোইল, বিজয়নগরম ও তাঞ্জাভুর শহরে অবস্থিত, যা কোম্পানির মোট নেটওয়ার্ককে ২৫০টিরও বেশি শাখায় উন্নীত করেছে। এই সম্প্রসারণের উদ্দেশ্য হল শহর ও আধা-শহর এলাকার বাসিন্দাদের কাছে আর্থিক পরিষেবা পৌঁছানো, বিশেষ করে ছোট শহরগুলি ও নতুন অর্থনৈতিক কেন্দ্রগুলিতে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এর মাধ্যমে সহজলভ্যতা বাড়িয়ে আর্থিক সচেতনতা…
