28
May
ডেভিড ওয়ার্নার-কে কোনওভাবেই থামানো যাচ্ছে না। তাঁর টিকটক ভিডিওর সিরিজ চলছেই। টিকটকে ভিডিও করছেন আর তা ইনস্টাগ্রামে পোস্ট করছেন যা নিয়ে উত্তেজিত সমর্থকরা। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান ইনস্টাগ্রামে তাঁর নিজের একটি ছবি পোস্ট করেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে রাজার পোষাকে অনেকটা বাহুবলীতে যে পোষাক পরেছিলেন অভিনেতা প্রভাস। তিনি লেখেন, ‘‘কার পোষাক আপনার বেশি ভালো লাগছে?'' যা দেখে ফ্যানরাও তাঁকে যোগ্য জবাব দিলেন। সেখানে এক ফ্যান লিখলেন, ‘‘ডেভিডবালি।'' সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি সচল। বিশেষ করে করোনাভাইরাসের দাপটে যখন সবাই গৃহবন্দি, বিশ্ব জুড়ে বন্ধ সব ধরনের খেলা তখন তিনি নিয়মিত তাঁর ফ্যানদের এন্টারটেইন করে চলেছেন। প্রতিদিনই টিকটক ভিডিওয় কিছু না কিছু কর্মকাণ্ড…
