21
Jun
করিশ্মা কাপুর বিগত অনেকদিনই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। মাঝে বেশ কয়েকবার তাকে ছোটপর্দায় রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবে দেখা গেছে। শাহরুখ খানের শেষ ছবি 'জিরো'তে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল করিশ্মা কাপুরকে। লম্বা বিরতির পর সম্প্রতি পর্দায় ফিরছেন তিনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী ছবির ঘোষণা করেছিলেন করিশ্মা। তাঁর আগামী ছবি 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস' । ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। অভীক বড়ুয়ার লেখা বই 'সিটি অফ ডেথ'-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা 'ব্রাউন'। কলকাতায় ছবিটির শুটিং চলছে, মোট আঠারোটি জায়গায় ছবিটির শুটিং হবে। করিশ্মা কাপুরকে 'ব্রাউন' ছবির মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে। এই ছবিতে তিনি একজন…
