27
May
গত কয়েক বছর ধরে বিনোদনের দুনিয়ায় নিদারুণ পরিবর্তন এসেছে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে করে। যা এই করোনা মহামারীর পরিস্থিতে মানুষকে আরও বেশি করে ঠেলে দিয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে কোরোনার জেরে বন্ধ বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিনেমা হল। আর খোলা থাকলেও মানুষ এই পরিস্থিতিতে বেশি পছন্দ করছে ওটিটি প্ল্যাটফর্মকেই। ছবির চিত্রনাট্য ও তা পেশ করার আঙ্গিক, দুই ক্ষেত্রেই পরিবর্তন আনার অন্যতম কারিগর এই মাধ্যম। ২০১২ সালে দেশে মাত্র ২টি ওটিটি প্ল্যাটফর্ম থাকলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ। এবার জানা গেল বলিউডের বৃহত্তম ছবি নির্মাতা সংস্থা 'যশ রাজ ফিল্মস' পা রাখতে চলেছে ওটিটি দুনিয়ায়। এই নিয়ে নাকি জোরদার পরিকল্পনা শুরু…
