03
Jan
অসমের দেরগাঁও এলাকায় ভোর পাঁচটা নাগাদ যাত্রিবোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে ১৪ জনের ও আহত হয়েছে ২৭ জন যাত্রী। সূত্রের খবর অনুযায়ী, বাসটি রাত ৩টে নাগাদ যাত্রী নিয়ে পিকনিক করতে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলো। জানা গিয়েছে, কয়লাবোঝাই করা একটি লরির সাথে পিকনিকের বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। তৎক্ষণাৎ খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে এসে পৌছায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ এসে আহতদের জোড়হাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান এবং সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাস্থলে ১৪ জনের মৃত্যু হয়েছে ও তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ছাড়া হাসপাতালে…
