10
Mar
এই মুহূর্তে দেশে চলছে হারা জেতার লড়াই৷ বুথ ফেরত সমীক্ষায় মিলেছিল ইঙ্গিত৷ সেই ইঙ্গিত অক্ষরে অক্ষরে মিলে গেল৷ কংগ্রেসকে পিছনে ফেলে পঞ্জাবে ক্ষমতা দখলের পথে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ ১১৭ আসনের মধ্যে ইতিমধ্যেই ৯০টি আসন দখল করে নিয়েছে আপ৷ অন্যান্য রাজ্যেও খুলেছে খাতা৷ অন্যদিকে, তাদের সঙ্গে ন্যূনতম লড়াইটুকুও করতে পারল না কংগ্রেস৷ বড়সড় অঘটন না ঘটলে রাজ্য কংগ্রেসের দুই হেভিওয়েট মুখ মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি ও প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুও পরাজিত হতে চলেছেন৷ পাঁচ রাজ্যের কোনওটাতেই লড়াইয়ে আসতে পারেনি কংগ্রেস৷ ২০২৪-এর লোকসভা ভোটের আগে পঞ্জাবের এই ফল নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ এতদিন দিল্লি দখলের পথে বিজেপি বিরোধী প্রধান দল হিসাবে আলোচিত…
