28
Jan
এই মুহূর্তে রাজ্যের শাসক দলের নজর গোয়ার ওপর৷ কিন্তু আচমকাই বদলে গেল গোয়ার রাজনৈতিক সমীকরণ৷ গোয়া বিধানসভা ভোটে নয়া মোড়৷ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। শুক্রবার সকালে নিজের প্রার্থীপদ প্রত্যাহারের কথা ঘোষণা করে ফেলেইরো৷ তিনি জানান, তাঁর পরিবর্তে ফাতোরদা বিধানসভা কেন্দ্রে এক মহিলাকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে। তাঁর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রার্থী হিসাবে ফাতোরদা কেন্দ্রে আইনজীবী শেইলা অভিলিয়া ভাসের নাম ঘোষণা করা হয়৷ সাক্ষাৎকারে ফেলেইরো বলেন, ‘‘আমি গোয়ার ফাতোরদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছি। আমার পরিবর্তে এই কেন্দ্র থেকে একজন মহিলা প্রার্থী ভোটে দাঁড়াবেন। তিনি পেশাদার আইনজীবী।…
