প্রকাশিত হল নেট ফড়িঙের জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ

প্রকাশিত হল নেট ফড়িঙের জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ

লেখক ও পাঠকদের ভালোবাসা নিয়ে ষষ্ঠ বর্ষে পৌঁছে গেল অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং। কোচবিহার ফিল্ম সোসাইটি হলঘরে লেখক ও পাঠকদের উপস্থিতিতে প্রকাশিত হল নেট ফড়িং এর জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিকেরা। এছাড়া নেট ফড়িং এর নিয়মিত পাঠক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে "বেলা শেষের গান", "জীবন মনের কবিতা" ও "তুমি যেই এসে দাঁড়ালে" শীর্ষক তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। নেট ফড়িং এর লেখক-লেখিকারা নিজেদের লেখা কবিতা পাঠ করে শোনান, গান, গল্প-আড্ডায় মেতে ওঠেন সকলে নেট ফড়িং এর জন্মদিনের এই অনুষ্ঠানে। এদিন নেট ফড়িং…
Read More
ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী

ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী

ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি কৃষক উদ্যোগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনায় জখম হয়েছেন একাদশ শ্রেনির দুই ছাত্রী কৃত্তিকা বর্মন এবং বর্নালী রায়। কৃত্তিকা বর্মনের মাথায় ফ্যান ভেঙ্গে পড়ায় সে গুরুতর আঘাত পায়। তাকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। অপর ছাত্রী বর্নালী রায়কে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল পরিচালন কমিটির সভাপতি বাবলু হোসেন জানান, "আচমকা এধরনের ঘটনায় আমরা হতভম্ব।"
Read More
শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা,তালা ঝুলিয়ে বিক্ষোভ

শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা,তালা ঝুলিয়ে বিক্ষোভ

শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দিয়ে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের চৌধূরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের কুঠি হাই মাদ্রাসায়। ঘটনার বিবরণে জানা যায়, স্কুলের শিক্ষকরা নিয়মিত স্কুলে আসে না, স্কুলে আসলেও নির্দিষ্ট সময়ে অনেকেই আসে না, ক্লাস ঠিক মত না করিয়ে লুডু খেলায় মনোনিবেশ ঘটায় শিক্ষকরা, এই অভিযোগ তুলে স্কুল প্রাঙ্গণে শিক্ষকদের ঢুকতে বাধা দিয়ে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে নয়ারহাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে আন্দোলনরত এলাকাবাসী আন্দোলন থেকে সড়ে যায় এবং শিক্ষকরা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে।স্থানীয়দের মধ্যে আতারুল হক বলেন,প্রধান শিক্ষকের জন্য…
Read More
কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা

কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা

১৩ দফা দাবির ভিত্তিতেকোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা।কোচবিহার বিডিও অফিস চত্বরে বিক্ষোভ মিছিল করেন।পাটের পর্যাপ্ত দাম, কোচবিহার ২ নম্বর ব্লকে দমকল কেন্দ্র স্থাপন, প্রতিনিয়ত লোডশেডিং সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রট নেতা দীপক সরকার, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা।এদিন প্রায় এক ঘণ্টা এই বিক্ষোভ প্রদর্শন হয়।সংগঠনের পক্ষ থেকে কোচবিহার ২ নম্বর ব্লকের সংশ্লিষ্ট আধিকারিককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
Read More
সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার পৌর এলাকা! প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে

সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার পৌর এলাকা! প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে

সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার জেলার প্রাণকেন্দ্র রাজবাড়ী থেকে শুরু করে ভবানীগঞ্জ বাজারে এলাকা। প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে। একদিকে ফলাও করে বলা হচ্ছে প্রতিনিয়ত ভাল পরিসেবা দিতে উদ্যোগী হয়েছে কোচবিহার পৌরসভা,ঠিক তার পাশাপাশি সামান্য বৃষ্টিতেই জল থই থই শহর পৌর এলাকার ছবি কিন্তু অন্য কথা বলছে।মাত্র আধ ঘন্টার বৃষ্টিতে কোচবিহার পৌর এলাকার রাজবাড়ি,ভবানীগঞ্জ বাজার এবং তৎসংলগ্ন সম্পূর্ণ এলাকা জলমগ্ন।সব থেকে আশ্চর্যের বিষয় যেখানে নিকাশি নালার কাজ হচ্ছে সেখানে কিভাবে আধা ঘন্টার বৃষ্টিতেই জল জমে যায় তা নিয়ে প্রশ্ন তুলছে পৌর এলাকার বাসিন্দারা। হেরিটেজ শহর কোচবিহারে এইভাবে অল্প বৃষ্টিতে জল জমে যাওয়া ও সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে এই ইস্যুতে…
Read More
দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়

দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়

পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগম, সেই সময় দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়।কোচবিহার হেরিটেজ সোসাইটি দিনহাটা শাখার তরফ থেকে দিনহাটা দিবস পালনের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে দাবিপত্র দেওয়া হয়। এই দাবিপত্র প্রদান করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের দিনহাটা শাখা সম্পাদক শঙ্খনাদ আচার্য, সজল সাহা প্রমূখ।দিনহাটা দিবস পালনের যৌক্তিকতার স্বীকার করে নিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। দাবিপত্র দেওয়ার পর সংগঠনের দিনহাটা শাখা সম্পাদক শঙ্খনাদ আচার্য বলেন, বিভিন্ন তথ্য থেকে জানা যায় ১৮৬৭ সালে ১১ জানুয়ারি দিনহাটা মহকুমার সৃষ্টি। ২০২৪ সাল থেকে ১১ জানুয়ারি দিনহাটা দিবস হিসেবে পালন করা জরুরী। আমরা হেরিটেজ সোসাইটির তরফ থেকে রাজ্যের উত্তরবঙ্গ…
Read More
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান”অনুষ্ঠান

দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান”অনুষ্ঠান

দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে "ভাদুরী খান"  অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। রবিবার রাত দশটা নাগাদ দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রাজবংশী মানুষদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে "ভাদুরী খান" অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন, চিকিৎসক অজয় মন্ডল, দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের সভাপতি বিবেকানন্দ রায় সিংহ, সম্পাদক অশোক রায়, মহাদেব বর্মন, সমার্পণ রায় সহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন শুকারুরকুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বর্মন।
Read More
আসন্ন উৎসবের কথা মাথায় রেখে কোচবিহারে আয়োজিত হল আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন উৎসবের কথা মাথায় রেখে কোচবিহারে আয়োজিত হল আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যাতে কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার লেন্স ডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। তিনি বলেন, সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে। তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজো, কালী পূজো, রাস মেলা, এবং ছট পূজাতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না। জেলাশাসক জানান, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক,…
Read More
শীতলকুচিতে উদ্ধার এক বিএসএফ জওয়ানের দেহ, আত্মঘাতীর আশঙ্কা

শীতলকুচিতে উদ্ধার এক বিএসএফ জওয়ানের দেহ, আত্মঘাতীর আশঙ্কা

শীতলকুচিতে এক বিএসএফ জওয়ানের মৃত দেহ উদ্ধার ঘিরে বাঁধছে সন্দেহের দানা। শুক্রবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এনএম স্বামি। তাঁর বাড়ি অন্ধপ্রদেশে। এদিন ভোরবেলায় নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকে গুলি করে আত্মঘাতী হন তিনি।সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা হতে পরে বলে আশঙ্কা করছেন তাঁর সহকর্মীরা। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, শীতলকুচিতে বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন, ময়নাতদন্তের জন্য দেহ কোচবিহারে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

,কোচবিহার: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকারের উদ্যোগে কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। কোচবিহার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন অনুষ্ঠানে৷এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কদিয়ান,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বিশিষ্টজনেরা।
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”

আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”

মাটিগাড়ার একটি হোটেলে ইস্টান হিমালয়ান ট্রাভেল এন্ড টুর অপারেটর এসোসিয়েশন আয়োজিত সপ্তম "বেঙ্গল ট্রাভেল মার্ট" আগামীকাল থেকে শুরু হতে চলেছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সন্মেলন করে সংগঠনের সম্পাদক সন্দীপন ঘোষ, সভাপতি দেবাশীষ মিত্র সহ অন‍্যান‍্য সদস‍্যরা। জানা গেছে, ৯, ১০ ও ১১ এই তিন দিনের বেঙ্গল মার্টে প্রায় ১৫০টি স্টলে বিভিন্ন দেশ বিদেশ ট্যুর ব‍্যবসায়ীরা তাদের ব‍্যবসায়ী তথ‍্য তুলে ধরবেন। সাংবাদিক সন্মেলন করে সম্পাদক সন্দীপন ঘোষ জানান, করোনা কালের জন‍্য বিগত বছরগুলোতে তাদের ট্যুরিজম ব‍্যবসা খুব খারাপ অবস্থায় চলে গেছে। সেই কারনে এই মিটের মধ‍্য দিয়ে ব‍্যবসাকে টেনে তোলার চেষ্টা করে চলেছি। এবার নেপাল, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্ত…
Read More
টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

কোচবিহার:২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন।কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দেন ঐক্য মঞ্চের সদস্যরা।৫ দফা দাবি নিয়ে এই স্মারকলিপি জমা দেন।তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতিকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে,জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ করতে হবে,২০২২ টেট পাশদের দ্রুত নিয়োগ করতে হবে,জেলার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ঘটিয়ে ড্রপআউট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে হবে, প্রতিশ্রুতি মতো বছরে দুবার টেট নিয়োগ সুনিশ্চিত করতে হবে, নতুন চাকুরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন…
Read More
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকির চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়ায় রানা রায় নামে এক অধ্যাপকের। ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে আজ ওই অধ্যাপক কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ সিল কলেজে আসে, সেখানে তিনি প্রিন্সেপালের সঙ্গে দেখা করতে গেলে তাকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় কলেজের ছাত্র-ছাত্রীরা।
Read More
শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন

শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন

কোচবিহার: প্রতিবছর রাজ্য সরকার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে।এবার এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা হাদিদা ইয়াসমিন।কোচবিহার ল্যান্স ডাউন হলে তার হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ন। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি প্রকাশ করে অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই পুরস্কার তিনি তার বাবা-মা এবং ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করছেন। মূলত মালদার বাসিন্দা অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন বলেন তিনি তার গ্রামের প্রথম মেয়ে তাকে পড়াশোনা করানোর জন্য তার বাবা-মা শহরে নিয়ে চলে আসে তারপর থেকে তার এই যাত্রা শুরু।তিনি মনে করেন এই পুরস্কার তার…
Read More