13
Sep
লেখক ও পাঠকদের ভালোবাসা নিয়ে ষষ্ঠ বর্ষে পৌঁছে গেল অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং। কোচবিহার ফিল্ম সোসাইটি হলঘরে লেখক ও পাঠকদের উপস্থিতিতে প্রকাশিত হল নেট ফড়িং এর জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিকেরা। এছাড়া নেট ফড়িং এর নিয়মিত পাঠক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে "বেলা শেষের গান", "জীবন মনের কবিতা" ও "তুমি যেই এসে দাঁড়ালে" শীর্ষক তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। নেট ফড়িং এর লেখক-লেখিকারা নিজেদের লেখা কবিতা পাঠ করে শোনান, গান, গল্প-আড্ডায় মেতে ওঠেন সকলে নেট ফড়িং এর জন্মদিনের এই অনুষ্ঠানে। এদিন নেট ফড়িং…
