01
Mar
জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো। এক কোম্পানি কেন্দ্র বাহিনী জলপাইগুড়ি পৌঁছালো। এসএসবি ১৯ ব্যাটেলিয়ান কিশানগঞ্জ এর ঠাকুরগঞ্জ থেকে এক কোম্পানি এসে পৌঁছালেন। আপাতত এখানেই থাকবেন তারা বলে জানান এসএসবি ইন্সপেক্টর মেডেনি বর সাইকিয়া। এখনও ভোট ঘোষণা হয়নি। তার আগেই বাংলায় ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটে এ ছবি দেখা গিয়েছে। তবে লোকসভা ভোটে এমনটা নজিরবিহীন।জানা গিয়েছে, এ রাজ্যে ৮০ হাজারের বেশি বুথ রয়েছে। প্রতিটি বুথেই বাহিনী রেখে ভোট হবে এবার।
