বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল বাসিন্দারা

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল বাসিন্দারা

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা,এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌরি সংলগ্ন এলাকার বাসিন্দারা পথ অবরোধের শামিল। রাস্তা সংস্কারের দাবিতে এই পথ অবরোধ বলে স্থানীয়রা জানান। পানিকৌরি মোড় থেকে হরিহর হাই স্কুল মোড় পর্যন্ত বেহাল রাস্তায় দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ। এদিন রাস্তার উপরেই বসে বিক্ষোভ বাসিন্দাদের একাংশের। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার এই বেহাল দশা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কোথাও রাস্তা আটকে বিক্ষোভ আবার কোথাও রাস্তার উপরে বসে বিক্ষোভ বাসিন্দাদের। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বলে জানান বাসিন্দারা।
Read More
নেতাজি জয়ন্তীতে জলপাইগুড়িতে আয়োজিত হল ম্যারাথন দৌড়

নেতাজি জয়ন্তীতে জলপাইগুড়িতে আয়োজিত হল ম্যারাথন দৌড়

নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে ২৩শে জানুয়ারিতে ম্যারাথন দৌড় জলপাইগুড়ির রাজগঞ্জে। এর পাশাপাশি ৩০ শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি রক্তদান শিবির ও ডে-নাইট ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ প্রধান পাড়া প্রমোদ সংঘ ক্লাব ও পাঠাগার এর পক্ষ থেকে। ফাটাপুকুর থেকে রাজগঞ্জ প্রধান পাড়া প্রমোদ সংঘ ক্লাব পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে। ৩০ শে জানুয়ারি এই রক্তদান শিবির অনুষ্ঠিত করা হবে এরই পাশাপাশি ১লা ফেব্রুয়ারি ডে নাটই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান।
Read More
মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি

মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি

মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি। মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি শহর। জাঁকিয়ে শীত জলপাইগুড়িতে। ঠান্ডায় কাবু আট থেকে আশি প্রত্যেকেই। বেশ কয়েকদিন থেকে এধরনের আবহাওয়া জলপাইগুড়ি জেলা জুড়েই। সকাল থেকে সূর্যের দেখা নেই। বহু মানুষ রাস্তার ধারে আগুন তাঁপিয়ে শরীরের তাপমাত্রা বাড়িয়ে নিচ্ছেন। বেলা বাড়লেও তাপমাত্রা তেমনভাবে কিছুই বাড়েনি।
Read More
নর্থবেঙ্গল তাইকোন্ডো চ‍্যাম্পিয়নশিপে বড় সাফল্য জলপাইগুড়ি‌র বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির

নর্থবেঙ্গল তাইকোন্ডো চ‍্যাম্পিয়নশিপে বড় সাফল্য জলপাইগুড়ি‌র বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির

ময়নাগুড়িতে আয়োজি‌ত প্রথম নর্থবেঙ্গল তাইকোন্ডো চ‍্যাম্পিয়নশিপে বড় সাফল্য পেল জলপাইগুড়ি‌র বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির খেলোয়াড়েরা। পাহাড়পুর এলাকার এই একাডেমির ছেলেমেয়েরা পাঁচটি সোনা সহ মোট ১৭টি পদক জয় করেছে। বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির প্রশিক্ষক টিনা দাস বলেন, উত্তর‌বঙ্গের সবচেয়ে বড় অফিসিয়াল তাইকোন্ডো প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অমৃতা বিশ্বাস। পাশাপাশি পাঁচটি সোনা সহ মোট ১৭টি পদক জয় করেছে তাদের একাডেমির ছেলেমেয়েরা। সোনা ছাড়াও ৬টি রুপা ও ৬টি ব্রোঞ্জ পদক জয় করেছে তারা। এই সাফল্যে বেশ খুশি একাডেমির কর্মকর্তারা। মোট ১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে‌ছিল। তাদের মধ্যে সেরা ফাইটার সহ ১৭ জন পদক পেয়েছে।
Read More
টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ

টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ

শহরে টোটোকে নিয়ন্ত্রণে আনতে পুরসভার নয়া উদ্যোগ। টোটো চালকদের আই কার্ড বারকোড সিস্টেম চালু করা হলো জলপাইগুড়ি পুরসভার তরফে। টোটো চালকদের সুবিধার্থে শহরে এই প্রথম টোটো চার্জিং স্টেশন এর পাশাপাশি শহরে পার্কিং জোনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুরসভার ভাইস-চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী। এক একজন মালিক একাধিক টোটো কিনে টোটো ভাড়া দিচ্ছে। জলপাইগুড়ি শহরে অবৈধ টোটো রুখতে বিশেষ উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার। জলপাইগুড়ির পুরভবনে বামপন্থী এবং তৃনমূল পন্থী দুই টোটো ইউনিয়নেরর সাথে বৈঠকে বসেন জলপাইগুড়ি পুরসভা। উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ জলপাইগুড়ি ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা। সেখান থেকে জলপাইগুড়ি পুরসভা…
Read More
অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে

অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, শিলিগুড়ি রোড পান্ডাপাড়া হলদিবাড়ি চেকপোস্ট মোড় এলাকায় রাস্তার ধারে গাছে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে। সকাল থেকে বাসিন্দারা গাছের উপরে ধোয়া এবং আগুন দেখতে পায়। কাছাকাছি পেট্রোল পাম্প থাকায় চিন্তার ভাঁজ বাসিন্দাদের। খবর দেওয়া হয় দমকল এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। গাছের ওপরে ইলেকট্রিক তারের শর্ট-সার্কিট থেকেই অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে স্থানীয়দের ধারণা বিদ্যুৎ দপ্তরের এ ধরনের ঘটনা গুরুত্বসহকারে দেখা উচিত। তা না হলে যেকোনো ধরনের বড়ো দুর্ঘটনা ঘটতে পারে।
Read More
মোবাইল খুঁজে দেওয়ার নাম করে পুলিশ সেজে প্রতারণার অভিযোগ

মোবাইল খুঁজে দেওয়ার নাম করে পুলিশ সেজে প্রতারণার অভিযোগ

পুলিশকর্মীর পরিচয় দিয়ে চুরির মোবাইল খুজে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ঘটনায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গেছে, সম্প্রতি কয়েকদিন আগে ফুলবাড়ী এলাকার কোরিয়ান কোম্পানির ড্রাইভার রেস্ট হাউস থেকে বেশ কয়েকটি মোবাইল চুরি হয়। এরপরেই বিষয়টি নিয়ে মোবাইলের মালিকের নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করতে আসেন। সেই সময় থানার সামনে ওই ব্যক্তি তাদের সাথে দেখা করে বলেন তিন হাজার টাকা দিলে তাদের চুরি যাওয়া মোবাইলগুলিকে ট্র্যাক করে খুঁজে দেবেন তিনি। সেইমতো তারা টাকা দেন। কিন্তু এরপরই ওই অভিযুক্ত ব্যক্তি আর কোনো রকম খোঁজ দিতে পারছিল না চুরির মোবাইলগুলির। এরপরই ফের বৃহস্পতিবার মোবাইলের মালিকেরা নিউ জলপাইগুড়ি…
Read More
শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো দুদিন ব্যাপী আয়ুষ মেলা

শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো দুদিন ব্যাপী আয়ুষ মেলা

শোভাযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হলো দুদিন ব্যাপী আয়ুষ মেলা। সোমবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ জেলা সদর হাসপাতাল থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আয়ুষ এর ডি এমও সহ অন্যান্যদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুদিন ব্যাপী আয়ুষ মেলার উদ্বোধন হয়। জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে এই মেলা ও আলোচনা শিবির চলবে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। আয়ুষ হলো বিভিন্ন বিকল্প চিকিৎসার সংক্ষিপ্ত রূপ যা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত স্বাস্থ্য বীমা নীতির আওতায় রয়েছে। উপরে বর্ণিত হিসাবে, এই চিকিৎসাগুলি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রাকৃতিক ভেষজ পদার্থের উপর নির্ভর করে। যেহেতু এই ধরনের চিকিৎসার উপাদানগুলি পরিবেশে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তাই মানবদেহের থেকে কোনও…
Read More
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

সাতসকালে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের পারমুন্ডা এলাকায় পথ অবরোধ এলাকাবাসীরদের। বেহাল রাস্তা সংস্কারের পাশাপাশি গজলডোবা- শিলিগুড়ি রাস্তায় যাতায়াতের চরম সমস্যা বলে এলাকাবাসীদের অভিযোগ। এদিন রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বলে স্থানীয়রা জানান। নিত্যযাত্রী এবং স্থানীয়দের দাবি শিলিগুড়ি যেতে আমবাড়ি দিয়ে ঘুর পথে যেতে অনেক সময় লাগছে। যাতায়াতের সুব্যবস্থা করা হোক এবং ঘুরপথে যেন আর যেতে না হয় সেই ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে।
Read More
সাত সকালে এক ঝাঁক ময়ূরের দেখা মিললো ডেঙ্গুয়াঝাড় চা বাগানে

সাত সকালে এক ঝাঁক ময়ূরের দেখা মিললো ডেঙ্গুয়াঝাড় চা বাগানে

বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে হালকা হাওয়ায় ভর করে ভাসছে কুয়াশা।আর এতেই শীতের আমেজ নিয়ে মশগুল জলপাইগুড়ি বাসী।এই শীতের সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ম্যানেজার সহ চা শ্রমিকদের মনে খুশির প্রতিফলন লক্ষ্য করা গেলো। সাতসকালে চা বাগানে ময়ূরের আনাগোনা।এক ঝাঁক ময়ূরের এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছাড়লেন না চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে। ঘন কুয়াশার মধ্যেই পেখম তুলে নাচ্ছে ময়ূরের দল।সাতসকালে এমন দৃশ্য দেখে খুশি চা বাগান কর্তৃপক্ষ।
Read More
কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার পুন্ডিবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারের দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান দুটি সোনার দোকানের শাটার খোলা রয়েছে। পুন্ডিবাড়ি থানার থেকে পুন্ডিবাড়ি বাজার ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় কয়েক লক্ষ্য টাকার সোনা এবং রূপোর গয়না সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে।
Read More
জলপাইগুড়ি শহর ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

জলপাইগুড়ি শহর ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

শীতের পিকনিক,স্কুলের অ্যানুয়াল স্পোর্টস,কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে দার্জিলিং চায়ের মতোই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা পেয়ে থাকে পাহাড়ের কমলালেবু৷ তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিং এর কমলা লেবু। সাতসকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল। চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি উপর থেকে নেমে আসা ব্যবসায়ীরা। তবে দামে বড়ো কিছু হেরফের নেই,মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলালেবুর দাম। তবে দেখার বিষয় পুরোনো স্বাদ রয়েছে কিনা এবারের নতুন কমলালেবুর মধ্যে।
Read More
দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দোকানের শাটার ভেঙ্গে সিগারেট চুরি, উধাও লক্ষাধিক টাকা, চাঞ্চল্য এলাকায়

দুঃসাহসিক চুরি জলপাইগুড়ি রাজগঞ্জের বন্ধুনগরে। দোকান থেকে কয়েকটি সিগারেটের প্যাকেট সহ নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি গিয়েছে বলে দাবি দোকানদারের। বুধবার রাতে বন্ধুনগর এলাকায় এক মুদিখানা দোকানে চুরি হয়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে। এই বিষয়ে দোকানের মালিক বলেন, শাটার ভেঙে নগদ বেশ কয়েক লক্ষ্য টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতিরা কয়েকটি সিগারেটের প্যাকেট সহ কিছু জিনিস চুরি করেছে। দোকান মালিক আরও বলেন, এদিন সাতসকালে চুরির খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের শাটার ভাঙা রয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ

দীর্ঘ পাঁচ ঘন্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ

কামতাপুর রাজ্য এবং ভাষার দাবিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম নামে যৌথভাবে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছেন কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। মঙ্গলবার নিউ ময়নাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সকাল ছয়টা থেকে রেল রোকো আন্দোলন শুরু হয়। আন্দোলন চলে দীর্ঘ পাঁচ ঘন্টা। অবশেষে আলিপুরদুয়ার ডিভিশনের রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। জানা গেছে, সংগঠনের মূল দাবিগুলিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে এই অবরোধ তুলে নেন কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। এরপরে সংগঠনের নির্দেশে পুরো রেললাইন চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল রেল পুলিশ ও ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী।…
Read More