08
Sep
গোটা দেশের মতো করোনাভাইরাসের থাবা ছড়িয়েছে বেলুড় মঠেও। মঠের মোট ৫৪ জন সন্ন্যাসী এবং ১৫ জন কর্মচারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এঁরা সবাই চিকিত্সার বিভিন্ন পর্যায়ে আছেন। এখনও পর্যন্ত রামকৃষ্ণ মিশনের তিন জন সন্ন্যাীর করোনায় মৃত্যু হয়েছে। সংসারত্যাগী সন্ন্যাসী এবং বেলুড় মঠের অন্য কর্মচারীদের জন্য এবার রামকৃষ্ণ মঠ ও মিশনের হেড কোয়ার্টার বেলুড় মঠে তৈরি হতে চলেছে তিন তলা একটি কোয়ারানটিন হাউস। ৮০ লক্ষ টাকা ব্যয়ে বেলুড় মঠের চত্বরের ভেতরেই তৈরি হচ্ছে এই তিন তলা কোয়ারানটিন হাউস। প্রতি তলায় পাঁচটি করে ঘর রয়েছে। এই কোয়ারানটিন হাউস তৈরির কাজ প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠের কোভিড আক্রান্ত…