10
Dec
গত সাত তারিখ উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপি।পুলিশ তাদের ফুলবাড়ি মোরে আটকে দেয়।বিজেপি কর্মী ও সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ফুলবাড়ী মোর স্থিত পথের সাথী তে ব্যাপক ভাঙ্গচুর চালায়।বৃহস্পতিবার পথের সাথী পরিদর্শনে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।পরিদর্শনের পর তিনি বলেন অভিযানের নামে যে ভাবে তান্ডব চালিয়েছে বিজেপি তা অত্যন্ত নিন্দনীয়। এই দলের থেকে এর থেকে বেশী কিছু আশা করা যায় না।গতকাল শরিরে গুলিতে আহত হয়ে তিন দিন পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়।সে প্রসঙ্গে মন্ত্রী বলেন উলেন রায় মারা যাওয়ায় দ্বিতীয় বার ময়নাতদন্তের দাবী করে।কিন্তুু ওই কর্মীর গায়ে গুলি লাগলেও তাকে লুকিয়ে রাখা হল কেন? কেন তিন দিন পর তাকে…
