10
Jan
দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর এই পদত্যাগের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। সূত্রের খবর, পুরসভার সচিবের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে ইস্তফা পাঠিয়েছেন। এই পদত্যাগের পেছনে একাধিক কারণ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি কোচবিহারের পুর পরিষেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি নিয়ে দলের অন্দরে একাধিক আলোচনা চলছিল, যার জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঘোষ এক সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব…
