14
Feb
দেশ বিদেশের বিভিন্ন হেরিটেজ শহরে এই ধরনের রেসের কথা এতদিন দেখা গেছে সংবাদপত্রের পাতায় কিংবা টিভির পর্দায়। আর এবার সেটা চাক্ষুস করা গেল একদম আমাদের প্রিয় কোচবিহার শহরের বুকে। গত ৪ ফেব্রুয়ারি এই ঐতিহাসিক রানের সাক্ষ্মী হয়ে থাকল কোচবিহারবাসী। আর এরজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আয়োজক কোচবিহার হেরিটেজ রাইডার সোসাইটির। কোচবিহার স্টেডিয়ামে এই রেসে ফ্ল্যাগশিপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক পবন কাদিয়ান। প্রথম বারেই এই ট্রেজার রান হয়ে উঠল আর্ন্তজাতিক। ভূটান থেকে অংশ নিতে এসেছিল ১২ জন এবং বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন একজন। সব মিলিয়ে এই ট্রেজার রানে ৭৫ টি টুহুইলারে ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। সহযোগিতার…
