কঙ্কালীতলায় পুজো ও কম্বল বিতরণে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন

প্রতিবছরের ন্যায় এ বছরেও কঙ্কালীতলাতে কংকালী মায়ের পুজো দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্ত তম জন্মদিন পালিত হল। এই জন্মদিন উপলক্ষে কঙ্কালীতলা প্রাঙ্গণে কেক কাটা হয় পায়েস বিতরণ ও দুস্থ গরিব মানুষদের জন্য কম্বল বিতরণ করা হলো।

প্রায় ১৮ ০০ কম্বল বিতরণ হয় বলে জানা যায়। মুখ্যমন্ত্রী জন্মদিনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, দুবরাজপুরের প্রাক্তন সাংসদ নরেশ চন্দ্র বাউরী, নানুরের বিধায় ক বিধান চন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা-নেত্রীবৃন্দ।